সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যুবকের মৃত্যু


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:৫০ এএম
সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যুবকের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বদরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ রেলস্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে ওই দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি করতে গিয়ে ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিশ ক্যাবলের তার লেগে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রংপুর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, নিহত দুজনের পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!