• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইয়াবা হোম ডেলিভারি দিতে গিয়ে দুই যুবক আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৮:৩৩ পিএম
ইয়াবা হোম ডেলিভারি দিতে গিয়ে দুই যুবক আটক

ফরিদপুরে মাদকের হোম ডেলিভারি দিতে গিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার আতাদি নামকস্থানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কক্সবাজারের রামু থানার টাইংগা কাটা (দক্ষিণ গোয়ালিয়া পালং) এলাকার ফরিদ আলমের ছেলে গিয়াস উদ্দিন (২১) ও নুরুন্নবীর ছেলে সাইফুল ইসলাম (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, আটকরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে ফরিদপুরে আসছিলেন তারা। গোয়েন্দা সূত্রে এ খবর পেয়ে অভিযান চালিয়ে বাসে তল্লাশী করে তাদের আটক করা হয়।

শামীম হোসেন বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।

Link copied!