• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৫:৫৯ পিএম
লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত

রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়েছে। যাত্রী নিয়ে বাকি ট্রেন লালমনিরহাটে পৌছালেও সারাদেশের সঙ্গে বন্ধ হয়ে পড়েছে লালমনিরহাটের রেল যোগাযোগ ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মহেন্দ্রনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, যাত্রীবাহী ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি আসলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন বাঁকা হয়ে যায় ও ট্রেনের দরজা ভেঙ্গে যায়। পরে শেষের বগি রেখে বাকি ট্রেন যাত্রীদের নিয়ে নিরাপদে লালমনিরহাট স্টেশনে পৌছায়।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, “কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ চলছে। খুব দ্রুতই যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।”  

Link copied!