• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের জেল


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৩:২১ পিএম
অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের জেল

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনকে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ এপ্রিল) ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রেজাউল ইসলাম পাঠান, মিলন হোসেন ও মধু মল্লিক। এর মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ায় রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় একটি রিভালবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র, এক সেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা করে।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ড প্রদান করেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!