• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ছাগল চুরির সময় তিনজনকে গণপিটুনি


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৭:৩০ পিএম
ছাগল চুরির সময় তিনজনকে গণপিটুনি

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ছাগল চুরি করে পালানোর সময় তিনজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মোনাখালী গ্রামের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।

গণপিটুনির শিকাররা হলেন, মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুলের ছেলে রিকশাচালক সাগর (২৩), একই এলাকার মিয়ারুল ইসলামের ছেলে কবির (৩৫) এবং খোকন ফকিরের ছেলে রায়হান (২৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মোনাখালী উত্তরপাড়ার সিতাব আলীর ছেলে শান্ত শেখের ছাগল চুরি করে ওই তিন যুবক পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের বিশ্বনাথপুর আইসি ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!