• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অটোরিকশায় ঘুরে বাড়ি টার্গেট করে ডাকাতি করতেন তারা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৭:০৫ পিএম
অটোরিকশায় ঘুরে বাড়ি টার্গেট করে ডাকাতি করতেন তারা

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।    

এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি অটোরিকশা, দুটি হাসুয়া, দুটি ক্রিজ, দুটি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার, একটি প্লাইরেঞ্জ ও একটি টর্চলাইট জব্দ করা করা হয়।

গ্রেপ্তাররা হলেন গিয়াস উদ্দিন, ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন, সালাউদ্দিন ও সফিক।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নে অভিযান চালিয়ে বিল থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সফিক নামের তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।    

পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে পছন্দের বাড়ি টার্গেট করতেন। এরপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে সুবিধা মতো ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

Link copied!