ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দিয়ে পিটিয়ে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত রমজান আলী উপজেলার দুধরাজপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে একই গ্রামের আব্দুল্লাহ আর আবজালের সঙ্গে সামাজিক বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধে মেটাতে স্থানীয়দের শালিসের মাধ্যমে তিনি প্রায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানাও দিয়েছেন। মঙ্গলবার দুপুরে পান নিয়ে নলডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গুটিয়ানি এলাকায় আব্দুল্লাহ ও আবজাল নামের দুইজন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে ফেলে রেখে চলে যায়। এ সময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল জানান, রমজান আলীর বা পা ভেঙে চুরমার হয়ে গেছে। অপারেশন করতে হবে। তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, থানায় এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।




































