• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৯:২৩ পিএম
শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় শোবার ঘর থেকে প্রিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রিয়া উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী।

নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “শনিবার সকালে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। আপাতত এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। তবে প্রকৃত ঘটনা জানার জন্য প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!