• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

ডাকাতের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৬:৫৮ পিএম
ডাকাতের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে মফিজুল ইসলাম (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন ওর রশিদ।

এর আগে বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার নয়াপাড়া মহল্লার কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।

মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা ও সাভারের আশুলিয়ায় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল জানান, রাত ৩টার দিকে কয়েকজন ডাকাত বাড়িতে প্রবেশ করেন। এরপর ডাকাতরা বাড়ির জানালা শিক কাটছিলেন। এসময় মজিফুলের ঘুম ভেঙে গেলে তিনি ওই ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করেন। পরে ডাকাতরা মফিজুলকে গুলি করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!