• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

আত্রাইয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে স্বাভাবিক যান চলাচল


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৩:০১ পিএম
আত্রাইয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে স্বাভাবিক যান চলাচল

শেখ হাসিনার পতনের পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে দায়িত্ব ছেড়ে নিরাপদ স্থানে চলে যায় পুলিশ। এরপর সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামে শিক্ষার্থীরা। এরই মধ্যে গত কয়েক দিনে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নওগাঁর আত্রাইয়ে সড়কে শৃঙ্খলা ফিরেছে।  

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা যায়। গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা এই কাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, অনেকটা স্বাভাবিকভাবে চলাচল করেছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সড়কগুলো আত্রাই সেতুর উত্তর-দক্ষিণ পাশে মোড়ে মিলিত হওয়ায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে সেই বিশৃঙ্খলা ঠেকাতে ও পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই শিক্ষার্থীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাদের প্রচেষ্টায় এই সড়কে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে। 

Link copied!