• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০১:৪১ পিএম
মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে আতিকুর রহমান রাহেল (৩৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেটের দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের মৃত আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আতিকুর রহমান রাহেল বসতবাড়ির পাশের তিন শতক জমি নিজের নামে লিখে দেয়ার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকেন। কিন্তু তারা জমি লিখে না দেওয়ায় ২০২০ সালের ২৭ মার্চ সকালে বাড়ির পাশের জমিতে কোদাল দিয়ে কুপিয়ে বাবা-মাকে হত্যা করেন রাহেল। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মো. দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ থানায় মামলা করেন।

Link copied!