• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশের গাড়ি থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৯:৩১ পিএম
পুলিশের গাড়ি থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশের গাড়ি থেকে ৪ জুয়াড়ি পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন । তিনি চরজব্বার থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।  

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের গাড়িতে ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেওয়ার সময় চার আসামি হ্যান্ডকাফসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যান। সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজ করাসহ দায়িত্বে গাফিলতির কারণে এসআই নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।  

Link copied!