কক্সবাজার শহরের মধ্যম কলাতলীতে দুর্বৃত্তদের গুলিতে বশির আহমদ (৪২) নামের এক জেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার পরিত্যক্ত সীমুজি হ্যাচারিতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত বশির আহমদ কুমিল্লা বড়ুরা থানার বাসিন্দা আবু তাহের ছেলে। কিন্তু তিনি কক্সবাজার শহরের মধ্যম কলাতলিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
বশির আহমদের স্ত্রী রাশেদা বেগম বলেন, রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে খাবার খেয়ে বের হন বশির। তারপর এলাকাবাসীর মাধ্যমে তারা বশিরের মরদেহ পড়ে থাকার খবর পান। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এবং সিআইডি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে।