সপ্তম শ্রেণির ছাত্র মারুফ (১৩)। বাবার কাছে আবদার করে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য। বাবা কিনে না দেওয়ায় অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে সে।
রোববার (১৪ জুলাই) সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ। এর আগে শুক্রবার (১২ জুলাই) রাতে বিষপান করে সে।
মৃত মারুফ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর পুলিশ ফাঁড়ি এলাকার আতিকুল ব্যাপারীর ছেলে। সে ঢালারচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ঢালারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মিন্টু চৌধুরী জানান, বাবার কাছে ছেলেটি মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় অল্প বয়সী ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি। আর তাতেই বাবার ওপর অভিমান করে শুক্রবার রাতে বিষপান করে মারুফ।
পরিবারের লোকজন প্রথমে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার (১৩ জুলাই) তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য মারুফকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় মারুফ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।











-20251226075252.jpeg)







-20251225102258.jpg)


















