• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
এডিসি সানজিদার বোন জানালেন

এডিসি হারুনের সঙ্গে সানজিদার বিয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০১:৫১ পিএম
এডিসি হারুনের সঙ্গে সানজিদার বিয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা
ছবি: সংগৃহীত

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদের সঙ্গে ডিএমপির অপরাধ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন নিপার বিয়ে অস্বীকার করেছেন সানজিদার বড় বোন হোসনে আরা কামনা।

হোসনে আরা বলেন, “চলতি বছরের শুরুর দিকে সানজিদার ঢাকায় বদলি হয়। এডিসি হারুনের সঙ্গে সানজিদার আগে বিয়ে হয়েছিল, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। সানজিদার বিয়ে হয়েছে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের সঙ্গে। এডিসি হারুন তার কলিগ মাত্র। বিয়ে না হলে তো ছাড়াছাড়িরও প্রশ্ন নেই।”

পারিবারিক সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিলডগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত এম হোসেন আলীর সন্তান সানজিদা আফরিন নিপা। চার মেয়ের মধ্যে সানজিদা তৃতীয়। বড় মেয়ে হোসনে আরা কামনা উপজেলার সূতী ভি.এম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। দ্বিতীয় মেয়ে তানজিনা আফরিন স্মৃতি একজন চিকিৎসক। ছোট মেয়ে সাদিয়া আফরিন বন্যা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন নিপা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত। সানজিদা ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ৫ মে থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। এরপর ২০২১ সালের ৬ মে থেকে ২০২২ সালের ৭ নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন। পরে ২০২২ সালের ১৩ নভেম্বর ডিএমপিতে যোগদান করেন।

Link copied!