• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

অবৈধ করাত কলে হুমকির মুখে সংরক্ষিত বনাঞ্চল


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৯:৫৮ এএম
অবৈধ করাত কলে হুমকির মুখে সংরক্ষিত বনাঞ্চল

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধভাবে চলছে শতাধিক করাত কল। সরকারি কোনো অনুমোদন ছাড়া বছরের পর বছর এভাবে চললেও নির্বিকার বনবিভাগ। করাত কলের থাবায় নিধন হচ্ছে বনজ, ফলজ, ঔষধিসহ নানা প্রজাতির গাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, পশু পাখির অভয়ারণ্য।

অভিযোগ রয়েছে, বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী নিয়মিত মাসোয়ারা আদায় করছেন স মিল মালিকদের কাছ থেকে। সংরক্ষিত বনের ভেতর বা আশেপাশে করাত কল স্থাপনের নিয়ম না থাকলেও উপজেলার হবিরবাড়ী বিট, কাদিগড় বিট, আখালিয়া বিট, উথুরা বিট ও হাজির বাজার বিটের অধীনে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাত কল।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মিল মালিকরা সরকারি কোনো নিয়ম মানছেন না। অনেকেই বছরের পর বছর অনুমোদন ছাড়াই চালাচ্ছেন অবৈধ স মিল। তার মধ্যে ভালুকা পৌরসভায় ২৭টির মধ্যে অনুমোদন আছে ১২টির।

উপজেলার হবিড়বাড়ি রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের এক কিলোমিটারের মধ্যে সর্বমোট ৭৮টি অবৈধ স মিল রয়েছে। এসব কলে প্রতিদিন চেরাই হচ্ছে বনাঞ্চলের অসংখ্য চোরাই কাঠ।

এ ব্যাপারে জানতে চাইলে উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, তারা উচ্ছেদ অভিযানের জন্য ইউএনও, থানাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। জনবল সংকট থাকায় বনাঞ্চল ও বনভূমি রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

Link copied!