• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রাসিক নির্বাচন: ১৯ জুনের মধ্যে শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০২:৫৪ পিএম
রাসিক নির্বাচন: ১৯ জুনের মধ্যে শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে নগরীর মেসে অবস্থানরত সব শিক্ষার্থীকে ১৯ জুনের মধ্যে মেস যেতে নির্দেশনা দিয়েছে মেস মালিক সমিতি।

সোমবার (১২ জুন) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরিফ রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে নাশকতা বা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী ১৯ থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। রাজশাহী শহরের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।

রাসিক নির্বাচনে ইভিএম পদ্ধতিতে নগরীর মোট ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!