• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

দিনাজপুরে বিরল প্রজাতির পাখি উদ্ধার


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৩:২১ পিএম
দিনাজপুরে বিরল প্রজাতির পাখি উদ্ধার

দিনাজপুরের খানাসামায় বিরল প্রজাতির একটি মদনটাক উদ্ধার করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

বুধবার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির।

এর আগে, মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার গুলিয়াড়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কাজল রায় বলেন, “পাখিটি উড়তে পারছিল না। অনেক গরম পড়েছে। তাই হয়তো পাখিটি অসুস্থ হয়ে পড়েছে।”

উত্তম কুমার রায় নামের আরেক ব্যক্তি বলেন, “পাখিটির মাথায় পালক ছিল না। পাখিটা হয়তো বয়স্ক। আমাদের এলাকায় এই পাখি আগে কখনো দেখা যায়নি। আর বিরল প্রজাতির এই পাখি আমাদের এলাকায় দেখতে পাব ভাবিনি।”

প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “খবর পাওয়া মাত্রই পাখিটিকে উদ্ধার করা হয়েছে। পাখিটি মদনটাক নামে পরিচিত। তীব্র গরমে পাখিটি অসুস্থ হয়ে পড়েছে। পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। বিষয়টি উপজেলা বন কর্মকর্তাকে অবগত করেছি। চিকিৎসা শেষে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।”

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা এস এম মঞ্জুরুল কাদের বলেন, “পাখিটি বর্তমানে চিকিৎসাধীন থাকায় উপজেলা প্রাণিসম্পদের অধীনে রয়েছে। চিকিৎসা শেষে পাখিটিকে বন বিভাগের আওতায় অবমুক্ত করা হবে।” 

Link copied!