• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৬:০৯ পিএম
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের সহস্রাধিক শ্রমিক। প্রথমদিকে পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিকদের সরিয়ে দিতে শিল্প পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে লাঠিচার্জ করলে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি নিক্ষেপ করে।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজের পর কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ঈদের আগে বোনাস পেলেও মার্চের বেতন বকেয়া ছিল।

কারখানার শ্রমিক মো. আলম বলেন, “গত ৮ মাস যাবৎ বেতন নিয়ে কারখানার মালিকপক্ষ গড়িমসি করছে। ঈদের দিনও মোবাইল হাতে নিয়া বইসা ছিলাম বেতন ঢুকবো এই আশায়৷ প্রতিমাসেই বেতনের লাইগা রাস্তায় নামতে হইতেছে৷ সামনে কোরবানির ঈদ, ওই ঈদেও আমাগো লগে এমন হইবো৷”

সুমি নামে এক নারী শ্রমিক বলেন, “আমাগো আর ঈদ আনন্দ নাই৷ রোজার মইধ্যে ডাবল ডিউটি কইরাও বিল পাই নাই৷ এমনকি রোজার ডিউটির সময় ইফতারের খরচটাও দেয় নাই৷ নিজের কষ্টের টাকা পাইতে এখন রইদের মইধ্যে রাস্তায় নামছি৷ এর চেয়ে কষ্টের আর কী আছে?”

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম উদ্দিন বলেন, শিল্প পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। কতজন শ্রমিক আহত হয়েছেন এ বিষয়ে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।

Link copied!