সাভারের আশুলিয়ার এক মাঠ থেকে আতিকুল ইসলাম আতিক (৫০) নামের এক প্রাইভেট কার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) সকালে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ণ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আতিকুল রংপুর জেলার সদর থানার উত্তর খলেয়ার হাজিপাড়ার আব্দুর রহমানের ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোমেনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রাইভেট কার চালানোর জন্য বাসা থেকে বের হন আতিকুল। সকালে স্থানীয় এক ব্যক্তি রূপায়ণের মাঠে ওই প্রাইভেট কার চালকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।