• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০৯:৫৭ পিএম
পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা
পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে অভিযান। ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১২০ টাকা কেজি দরে কয়েকটি দোকানের পেঁয়াজ বিক্রি করে দেওয়া হয়।

শনিবার (৯ ডিসেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ তথ্য জানিয়েছেন।

মমতাজ বেগম জানান, বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে শনিবার বিকেলে বিরামপুর পৌরশহরের পুরাতন সবজিবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ভাইয়ের দোয়া বাণিজ্যালয় নামের এক প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমান করা হয়। পাশপাশি তাহের ওয়েল মিল নামের আরেকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে ‘২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের’ ঘোষণা দেয় ভারত। মূলত দেশটির বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ওই আদেশে বলা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে বাড়তে থাকে পেঁয়াজের দাম।

Link copied!