ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বাস মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, রাত তিনটার দিকে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। খরব পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পুলিশ কাজ করছে।