• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ভুট্টাক্ষেতে আফিম চাষ, কৃষক আটক


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১০:৪৬ এএম
ভুট্টাক্ষেতে আফিম চাষ, কৃষক আটক
জেলার মানচিত্র

মানিকগঞ্জে ভুট্টাক্ষেতের মধ্যে লুকিয়ে আফিমের চাষের অভিযোগে নূরুল ইসলাম (৪৫) নামের এক কৃষককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে ওই কৃষককে আটক করা হয়।

আটক নূরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন নাগ জানান, শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়।

এসআই রিপন নাগ জানান, অভিযানে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক গাছে ফুল ও ফল ধরেছিল। কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।

Link copied!