• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

কর্ণফুলীতে তেলবাহী জাহাজে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:৫৩ এএম
কর্ণফুলীতে তেলবাহী জাহাজে আগুন
ছবি : প্রতীকী

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকার ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনী, কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কফিল উদ্দিন বলেন, সকাল ১১টায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভাতে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি টিম যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি টিম কাজ করছে। এখনও আগুন নেভানো যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। পরে জানানো হবে।

বাংলার জ্যোতি রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ডলফিন জেটিতে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

Link copied!