• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল নসিমন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ১১:২০ এএম
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল নসিমন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি নসিমন। এ সময় নসিমনটি প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি।

বুধবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

এতে প্রাণে রক্ষা পেয়েছেন নসিমনের চালকসহ দুই যাত্রী। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর প্রায় ৩ ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী থেকে গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত ৮টা ২০ মিনিটের দিকে বোয়ালমারী উপজেলার সৈয়দপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় একটি নসিমনকে ধাক্কা দেয়। নসিমনটি ট্রেনের নিচে আটকে যায়। এ সময় ট্রেনের সামনের বাম্পার ভেঙে যায়।

ট্রেনযাত্রী ও নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা প্রকাশ কুমার বিশ্বাস বলেন, রাজশাহী থেকে ছাড়ার পরই গতি কম থাকায় নির্ধারিত টাইম ঠিক ছিল না। বোয়ালমারী স্টেশন থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি নসিমন রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে নসিমনটি ট্রেনের নিচে আটকে পড়ে এবং নসিমনটিকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঠেলে আনার পর চালক টের পেয়ে ট্রেনটি থামান। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

বোয়ালমারী স্টেশন এলাকার লাইনম্যান চাঁন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ট্রেনটি চালু হয়। নসিমন আটকে ট্রেনের ইঞ্জিনের বাম্পার ভেঙে যায়।

বোয়ালমারী রেলস্টেশনের বুকিং ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে বোয়ালমারীর সৈয়দপুর বাজার রেলক্রসিংয়ে একটি নসিমনকে ধাক্কা দেয় এবং দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা আটকে পড়ে ট্রেনটি। রাত ১১টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী স্টেশন থেকে ট্রেনটি গোবরার উদ্দেশে ছেড়ে যায়।

Link copied!