• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

নড়াইলে রথযাত্রায় ভক্তদের ভিড়


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:২২ পিএম
নড়াইলে রথযাত্রায় ভক্তদের ভিড়

নড়াইলে উৎসবমূখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃতসংঘ (ইসকন), নড়াইল শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায় পৌরসভার উজিরপুর ইসকন মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি ধোপাখোলা মোড় হয়ে বাধাঘাট, সর্বমঙ্গলা মন্দির হাতির বাগান বাস স্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল টাউন কালিবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সমীর কুমার বসু রথযাত্রার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরাফত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। নড়াইল জেলা ইসকনের সভাপতি গৌরচরণ সেবাদাস ব্রক্ষচারির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতা, ইসকন সদস্য, হিন্দু ধর্মীয় নেতাসহ হাজার হাজার সনাতনী ভক্তরা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!