২৪ ঘণ্টা পর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে দ্বীপটির সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।
জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
২৪ ঘণ্টা পর শনিবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ শুরু হয়। ফলে দুই পাড়ে আটকে থাকা মানুষজন তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার সুযোগ পায়।
চেয়ারম্যান ঘাটের মো. বেলায়েত হোসেন নামের এক বাসিন্দা বলেন, বাড়িতে যোগাযোগ বন্ধ। কারো নেটওয়ার্ক নাই। আমিও যোগাযোগ করতে পারছি না। বোনের বাড়িতে বেড়াতে এসে ঘূর্ণিঝড়ে আটকা পড়েছি। নৌ যোগাযোগ চালু হওয়ায় আমরা খুশি।
চেয়ারম্যান ঘাটে টিকেট বিক্রির দায়িত্বে থাকা ইসমাইল হোসেন বলেন, ২৪ ঘণ্টায় শত শত মানুষ কষ্ট করেছে। তারা অনেকেই ঘাটে রাত কাটিয়েছে। অনেকের কাছে টাকা নেই। কিন্তু বাড়ির খবর জানতে দ্রুত নদী পারাপার হতে হবে। তাই প্রশাসনের অনুমতি পাওয়ার পর নৌ যোগাযোগ চালু করা হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, সকাল থেকে নৌ যোগাযোগ চালু হয়েছে। ঘাট থেকে জাহাজ ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মূলত মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টার হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ চলাচল বন্ধ ছিল। এখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ-চলাচল শুরু হয়েছে।