• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে মামলা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৭:২৯ পিএম
কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে মামলা
বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর। ছবি : সংগৃহীত

বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা করেছেন আনিসুর রহমান নামের এক ব্যক্তি। আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।  

মামলায় অভিযুক্তরা হলেন রাকিব পঞ্চয়েত (৩০), মাওলা পঞ্চায়েত (৪৮) ও আবু পঞ্চায়েত (৫৫)। তারা তিনজনই সদর উপজেলার খাকবুনিয়া গ্রামের বাসিন্দা।

মামলার আইনজীবী নেপোলিয়ন বলেন, “আসামিরা গত রোববার (২৬ নভেম্বর) ফাঁদ পেতে বাদী আনিসুরের পোষা কুকুরটিকে পিটিয়ে ও লোহার টেটা দিয়ে আঘাত করে হত্যা করেন। কুকুরটির পাঁচটি দুধের ছানা রয়েছে।

নেপোলিয়ন আরও বলেন, “আসামিরা এই ঘটনার দুদিন আগে একই গ্রামের খবিরদ্দিন হাওলাদারের একটি পোষা কুকুর এবং খলিল হাওলাদারের একটি গর্ভবতী কুকুরকে একইভাবে পিটিয়ে হত্যা করেন। তাদের বিরুদ্ধে এই এলাকার শতাধিক কুকুরকে হত্যার অভিযোগ রয়েছে।”

Link copied!