• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৬:১৬ পিএম
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট মডেল থানা। ফাইল ফটো

বাগেরহাটে পিকআপের ধাক্কায় বাবুল চন্দ্র মৃধা (৭০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক রাজিব (৩০) গুরুতর আহত হন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাবুল চন্দ্র বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুরতলা গ্রামের হেমন্ত চন্দ্র মৃধার ছেলে। আহত রাজিব বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের এখলাস উদ্দিনের ছেলে। রাজিব আশঙ্কাজনক অবস্থা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন।  

পুলিশ জানায়, খুলনা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ভাড়ার মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন বাবুল চন্দ্র মৃধা। দড়াটানা ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই বাবুল চন্দ্র মৃধা নিহত হন। এ সময় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!