সাতক্ষীরায় গুণগত মান বজায় রেখে আম সংগ্রহ শুরু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৪:০৬ পিএম
সাতক্ষীরায় গুণগত মান বজায় রেখে আম সংগ্রহ শুরু

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (৫ মে) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিন সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ি ইউনিয়নের আমচাষি বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান থেকে জানানো হয়, সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ ও বিদেশে। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়। আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী আজ ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম এবং ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া আম, ৫ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে জেলায় আম বিক্রির একটি মাত্র বাজার হওয়ায় জায়গা স্বল্পতার কারণে নানা ভোগান্তি পোহাতে হয় চাষি ও ব্যবসায়ীদের। সে কারণে শুধু সুলতানপুর বড়বাজার নামের একটি বিক্রয় কেন্দ্রের ওপর নির্ভর না করে আরও বাজার তৈরির দাবি কৃষকদের।

জানা গেছে, মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে পরিপক্ব হয়। ফলে আমের ভালো দাম পান এই অঞ্চলের কৃষকরা। 

Link copied!