• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তিপণ না পেয়ে খালাতো ভাইকে হত্যা, যুবকের যাবজ্জীবন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৮:২৫ পিএম
মুক্তিপণ না পেয়ে খালাতো ভাইকে হত্যা, যুবকের যাবজ্জীবন

অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশু তোফাজ্জল হোসেন (৭) হত্যার মামলায় সারোয়ার হাবিব রাসেল (২৩) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সারোয়ার হাবিব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাশতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং নিহত শিশু তোফাজ্জল হোসেনের খালাতো ভাই।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জানুয়ারি বিকেলে নিখোঁজ হয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তোফাজ্জল হোসেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরদিন তোফাজ্জলের একটি জুতা ও একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে ৮০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। এর দুদিন পর ১১ জানুয়ারি সারোয়ার হাবিবের বাড়ির সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় তোফাজ্জলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তোফাজ্জলের বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেন।

Link copied!