• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

অবৈধ কাপড় পরিবহনের দায়ে একজনের কারাদণ্ড


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৯:৩৭ এএম
অবৈধ কাপড় পরিবহনের দায়ে একজনের কারাদণ্ড

ভারত থেকে চোরাইপথে আসা কাপড় বহনের দায়ে মো. ইব্রাহিম (২৫) নামের এক পিকআপের চালকের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ফেনীর আদালত।

বুধবার (২৯ মার্চ) ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম পলাতক ছিলেন।

ইব্রাহিম চট্টগ্রামের ভুজপুর উপজেলার জিংতলা গ্রামের খোরশেদ আলম চৌধুরীর ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ জুলাই ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনীর ছাগলনাইয়া উপজেলার জঙ্গলমিয়া এলাকায় সন্দেহভাজন পরিবহনে অভিযান চালায়। অভিযানে ভোর সাড়ে ৫টার দিকে দুর্গাপুর মাদ্রাসার সামনে পুলিশ একটি পিকআপকে দাঁড়ানোর নির্দেশ দিলে তাৎক্ষণিক দুই ব্যক্তি পিকআপ থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ওই পিকআপ তল্লাশি চালিয়ে ৯টি বস্তার মধ্য থেকে চোরাইপথে আসা ৩০২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ ঘটনায় গাড়ির চালক ইব্রাহিমকে আটক করা হয়।

একই দিন ইব্রাহিমের দেওয়া তথ্য মোতাবেক ইব্রাহিম, গোলাম হোসেন ও বিল্লাল হোসেন নামের তিন ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে একই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী।

আদালতের এপিপি দিজেন্দ্র কুমার কংস বণিক জানান, আদালত এ মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি পিকআপচালক ইব্রাহিমকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

Link copied!