• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৭:৪৩ পিএম
গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান নুর এ কামাল।

আহসান হাবিব একই ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে হালকা বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এর আগে, আহসান হাবিব ও তার ভাই মোটরসাইকেল নিয়ে গরু খুঁজতে পাশ্ববর্তী দোয়াপুর এলাকায় যান। ফিরে আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই আহসান হাবিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন হাবিবের ভাই। পরে স্থানীয়রা হাবিবের ভাইকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!