মোংলা বন্দরের বহির্নোঙরের হাড়বারিয়া-৮ এলাকায় সার নিয়ে এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বন্দরের বহির্নোঙরের হাড়বাড়িয়া-৯-এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে সার নিয়ে লাইটার জাহাজটি যশোরের নোয়াপাড়া এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
এ সময় ওই লাইটার জাহাজে থাকা ৮ জন স্টাফের মধ্যে ৭ জন সাঁতরে পাশে অবস্থান করা এমভি নয়ন শয়ন লাইটার জাহাজে এবং অন্য ১ জন সাঁতরে পাশে অবস্থান করা এমভি মাহমুদ রায়হান লাইটার জাহাজে ওঠেন।
লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলিম্পিক ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিক টন এমওপি সার নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙর সুন্দরিকোঠা-১ এলাকায় আসে। জাহাজ থেকে কিছু সার আনলোড করার পর ২৪ জানুয়ারি জাহাজটিকে মোংলা বন্দরের বহির্নোঙর হাড়বাড়িয়া-৯ এ স্থানান্তর করা হয়।