• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাজেকে বেড়াতে যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থী অপহরণ


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৪:৩৪ পিএম
সাজেকে বেড়াতে যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থী অপহরণ

রাঙ্গামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে।

জানা যায়, বুধবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে সাজেকের শিজকছড়া নামক এলাকায় দ্বীপিতা চাকমা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় একদল দুর্বৃত্তের অপহরণের শিকার হন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী। 

অপহরণের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এক ছাত্রী বন্ধুদের সঙ্গে সাজেকে বেড়াতে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় একদল দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হয়েছে। তাকে উদ্ধারে আমাদের অভিযান চলছে।” 

Link copied!