• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ফুটবলে কিক মারায় সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০১:৩৩ পিএম
ফুটবলে কিক মারায় সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর চাটখিলে ফুটবলে কিক মারায় ওসমান গণি (১৫) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে, রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি উপজেলার মানিকপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।  

নিহতের চাচাতো ভাই শাহ আলম বলেন, “রোববার দুপুরে প্রতিবেশী মন্টুর ছেলে মুসলিম (১২) বাড়ির উঠোনে ফুটবল খেলছিল। এ সময় ওসমানের পায়ের কাছে বল আসলে সে ফুটবলে জোরে কিক মারে। তখন ফুটবলটি পাশের একটি একতলা বিল্ডিংয়ের ছাদে গিয়ে পড়ে। তাৎক্ষণিক মুসলিম কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে জানায়। কিছুক্ষণ পর মুসলিমের বাবা মন্টু একটি কাঠ নিয়ে এসে ওসমানকে বেধড়ক মারধর করেন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”    

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, “ওই কিশোর আজকে মারা গেছে বলে শুনেছি। এ ঘটনায় নিহতের মা উম্মে হানি রুমা ঘটনার দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।” 

Link copied!