• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

নওগাঁয় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৮:৩৭ পিএম
নওগাঁয় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁয় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন নওগাঁর সম্মিলিত সাংবাদিক ঐক্য ও  নওগাঁ উন্নয়ন ফোরাম। ব্যাক্তি স্বার্থ হাসিল, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ, জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত করা ও নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

বুধবার (৭ মে) বেলা ১১টায় নওগাঁ নওযোয়ান মাঠের সামনে এ মানববন্ধন করা হয়। এতে জেলার ৪ টি সাংবাদিক সংগঠনের ৩ শতাধিক সাংবাদিক ও উন্নয়ন ফোরামের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত করতে কিছু সাংবাদিক বিভ্রান্তিকর সংবাদ সামাজিক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করছে। তাদের আইনের আওতায় আনতে হবে।”

এতে বক্তব্য রাখেন জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট এশোশিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সম্পাদক এম আর রকি, মোফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আলম রানা ও সাধারন সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ । 

Link copied!