• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইফতার তৈরি করা নিয়ে গৃহবধূকে নির্যাতন, স্বামী-শ্বশুর গ্রেপ্তার


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১০:৫৬ এএম
ইফতার তৈরি করা নিয়ে গৃহবধূকে নির্যাতন, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরালের পর ভুক্তভোগীর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ জানায়, প্রথমে গৃহবধূর স্বামী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্বশুর শফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে ইফতার তৈরি করা নিয়ে গৃহবধূ রোজিনা বেগমকে নির্যাতন করেন তার স্বামী ও শ্বশুর। এ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে হাসপাতালে ভর্তি করায়। পরে রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

বাবুল মিয়া বলেন, “ইফতারের শরবতের প্যাকেট কাটাকে কেন্দ্র করে রোজিনার সঙ্গে তার স্বামী আব্দুস সালাম ও দেবর রুমান মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার বোনকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন।”

Link copied!