• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০১:৩৩ পিএম
গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দিনাজপুরে আরিফা (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরিবারের স্বজনদের দাবি, স্বামী বেলাল হোসেন (৩০) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টারর দিকে জেলা শহরের হাউজিং মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

নিহত আরিফা বেগম আড়াই মাস ধরে ওই বাড়িতে স্বামী ও একটি সন্তানসহ বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

নিহতের বড় বোন দুলফি বলেন, “আমার বোনের স্বামী বেলাল নেশা করতো। নেশার টাকা না দিতে পারলে প্রায় সময় সে আমার বোনকে বলত, ‘তোকেও (আরিফা) মারে ফেলব, আর আমিও (বেলাল) মরব।’ অনেকবার আমি আমার বোনকে এই স্বামীকে ছেড়ে দিতে বলছি। কিন্তু আমার বোন বলে, একে ছাড়ে দিলে ও আবার আসবে। এতে যদি ও আমায় মারে ফেলে, তো ফেলুক। আজকে ও আমার বোনকে মারে ফেলছে।”

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ্ আল মামুন বলেন, “আমরা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। ভিকটিমের ছেলের কাছে আমরা ঘটনার বিবরণ শুনেছি। ঘটনা পর থেকেই তার স্বামী পলাতক। সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার পূর্ণাঙ্গ বিষয় সম্পর্কে জানা যাবে।”

Link copied!