বরগুনার বেতাগীতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ব্যাকা পোল এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৫ মার্চ) সকালে এ তথ্য সংবাদ প্রকাশকে নিশ্চিত করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ব্যাকা পোল এলাকায় যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা টুটুলের হাত-পা কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিখন সংবাদ প্রকাশকে বলেন, রোগীর হাত-পা ৯০ ভাগ কেটে ফেলা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “যুবলীগ নেতার ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে রাত থেকে আসামিদের ধরতে অভিযান চলছে।”