• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

রাজশাহীতে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৯:২১ পিএম
রাজশাহীতে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

রাজশাহীতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে তাপদাহ। প্রতিদিনই তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। গত সপ্তাহ থেকে রাজশাহীর তাপমাত্রা নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি গত ৯ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০১৪ সালের ২১ মে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্য পর্যবেক্ষক রাজিব খান জানান, গত এক সপ্তাহ থেকে উত্তরাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। প্রতিদিন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। প্রতিদিন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো দিন তার চেয়েও বেশি বৃদ্ধি পাচ্ছে।

রাজিব খান বলেন, রাজশাহীতে তাপমাত্রা আরও বাড়তে পারে। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভনাও নেই।

এদিকে তীব্র এই তাপদাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছেন অনেকে।

Link copied!