• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ফতুল্লায় বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৮:১৯ এএম
ফতুল্লায় বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সুলতান মিয়া (৬২), তার স্ত্রী শাহিদা খাতুন (৫০), ছেলে স্কুলশিক্ষক নবী হোসেন (২৯) ও আরেক ছেলে গাড়ি মেকানিক আলী হোসেন (২৭)।

ঘটনার বিবরণে আহত নবী হোসেন বলেন, “প্রতি রাতেই আমার ছোট ভাই আলী হোসেন বাসায় ফিরে গরম পানি দিয়ে গোসল করে। যথারীতি বাসায় ফিরে পানি গরম করার জন্য রান্নাঘরে যায়। সেখানে গিয়ে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়। ঘরের ভেতরে আমরা চারজনই আহত হই। রান্নাঘরে থাকা আমার ছোট ভাইয়ের শরীরে আগুন ধরে যায়।”

তিনি আরও বলেন, “পরে আশপাশের ফ্ল্যাটের মানুষ এসে আগুন নেভায় এবং আমাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসে।”

ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরহাদ বলেন, “ভোরে (শনিবার) আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি শাহিদা খাতুনের ৫৩ শতাংশ, নবীর ২২ শতাংশ ও আলীর ২০ শতাংশ শরীর পুড়ে গেছে। আর সুলতান মিয়ার শুধু মুখে সামান্য পুড়ে গেছে।”

বিস্ফোরণের খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, “ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।”

Link copied!