• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাঁচ কোটি টাকার নিষিদ্ধ হাঙ্গর জব্দ


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৬:২৫ পিএম
পাঁচ কোটি টাকার নিষিদ্ধ হাঙ্গর জব্দ

বরগুনার পাথরঘাটা পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ মণ হাঙ্গর মাছের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত নিষিদ্ধ শুঁটকিগুলোর দাম আনুমানিক পাঁচ কোটি টাকা।

রোববার (২০ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পাথরঘাটা খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ২০ হাজার কেপি (৫০০ মণ) নিষিদ্ধ হাঙ্গর মাছ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ সময় অবৈধ হাঙ্গর মাছের মালিককে পাওয়া যায়নি। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা হাঙ্গরের শুঁটকিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মতিউর রহমান জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান। নদী ও সাগরে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!