সাভারে একটি শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নূরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শ্রমিক কলোনীর প্রায় ১০ থেকে ১২টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।