• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৮:৩২ পিএম
ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২ হাজার ২০০ পিচ ইয়াবাসহ মামুন কাজী (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোর্টপাড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন কাজী একই উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের আবু কাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, “মামুন কাজী একজন কুখ্যাত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে ভাঙ্গা কোর্টপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকায় সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে এনে এলাকায় সরবরাহ করত।”

শামীম হোসেন আরও বলেন, “প্রায়ই তার সিন্ডিকেটের লোকেরা বিমানে কক্সবাজারে যাতায়াত করত। বিশেষ কায়দায় প্যাকিং করা ইয়াবা গিলে পেটে করে নিয়ে আসত তারা। পরে ভাঙ্গায় মামুন কাজীর ভাড়া বাসায় এসে পেট থেকে সেগুলো বের করে বিক্রি করত।”

মামুন কাজীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই উপপরিচালক।

Link copied!