• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমিকার গোপন ছবি ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৮:০০ পিএম
প্রেমিকার গোপন ছবি ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

নীলফামারীর জলঢাকায় প্রেমিকার গোপন ছবি ধারণ করে টাকা দাবি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. সেন্টু রহমান (২৩) এবং একই জেলার পরশা থানার বড়গ্রাম এলাকার মো. সাইদুল রহমানের ছেলে সারোয়ার হোসেন (২৫)।

পুলিশ জানায়, জলঢাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক হয় সেন্টু রহমানের। সম্পর্কের এক পর্যায়ে ভিডিও কলে কথা বলার সময় ওই কলেজছাত্রীর গোপন ছবি ধারণ করেন সেন্টু। এরপর তার কাছে টাকা দাবি করা হয়। টাকা না দিলে সেন্টু ও তার বন্ধু সারোয়ার ধারণকৃত গোপন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজছাত্রী তাদের নামে জলঢাকা থানায় মামলা করেন। এরপর রোববার (২৭ আগস্ট) বিকেলে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মুক্তারুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেছেন। তাদের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Link copied!