ঝিনাইদহের শৈলকুপায় স্লুইচগেটে মাছ ধরতে গিয়ে ইউনুচ মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগস্ট) দুপুরে উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউনুচ মণ্ডল ওই গ্রামের মৃত আজমত আলী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ইউনুচ রোববার সকালে মাছ ধরতে স্লুইচগেটের ভেতরে প্রবেশ করেন। পরে দীর্ঘ সময় পার হলে স্থানীয়রা স্লুইচগেটের ভেতরে থেকে ইউনুচকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে প্রতিবেশী আবুল হোসেন বলেন, “মাছ ধরতে গিয়ে স্লুইচগেটে ইউনুচ আটকা পড়েন। পরে সেখান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।”