ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পাট কাটার সময় বিষাক্ত সাপের কামড়ে মো. ওয়াজ কুরুনী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কলেজছাত্রের মৃত্যু হয়।
ওয়াজ কুরুনী রুদ্রবানা গ্রামের নেপুর মোল্যার ছেলে ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওয়াজ কুরুনী বাড়ির পাশের বিলে পাট কাটছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



































