• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ, ১৪৪৪

তরুণদের জলবায়ু লড়াইয়ে কোস্টাল ক্লাইমেট টক


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৮:৫৬ পিএম
তরুণদের জলবায়ু লড়াইয়ে কোস্টাল ক্লাইমেট টক

জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের বাস্তবতা। ঘন ঘন ও তীব্র বন্যা, ঘূর্ণিঝড় কিংবা প্রচণ্ড তাপপ্রবাহ। এই সব অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। অথচ বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের অংশগ্রহণ এখনও অপ্রতুল। এই বাস্তবতা সামনে রেখে বরগুনায় আয়োজন করা হয় দিনব্যাপী কোস্টাল ক্লাইমেট টক ও ট্রেনিং অন ক্লাইমেট এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইয়ুথ অ্যাকশন। 

শুক্রবার (১৬ মে) বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ আয়োজনে উপকূলের প্রায় ৭০ জন তরুণ অংশ নেন। আয়োজন করে স্থানীয় যুব সংগঠন দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, নেতৃত্ব বিকাশ ও কৌশলগত দক্ষতা বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। আয়োজনের প্রশিক্ষক হিসেবে ছিলেন জলবায়ুভিত্তিক তরুণ সংগঠন ব্রাইটারস। এ ছাড়া সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল বরগুনা ইয়ুথ হাব ফর ক্লাইমেট ইমপাওয়ারমেন্ট, সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা, বাংলাদেশ ইয়ুথ কালচারাল অর্গানাইজেশন, সোনার বাংলা ইয়ুথ ক্লাব ও এমএস ডিজাইন।

কোস্টাল ক্লাইমেট টকের তিনটি পর্বে অংশ নেন বরগুনার জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মুনির হোসেন, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ, ব্রাইটারসের পরিচালক সাইদুর রহমান সিয়াম, চেয়ার ফারিয়া সুলতানা অমি, পরিবেশকর্মী আরিফুর রহমান, সাংবাদিক ও ইয়ুথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন অপু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজার রাইমু জামান, সোনার বাংলা ইয়ুথ ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, শিউলি ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম স্বপ্ন, ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের পরিচালক যুদিষ্টি চন্দ্র বিশ্বাস, সিকদার এন্টারপ্রাইজের পরিবেশ প্রকৌশলী মো. সুজন, ও দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের জলবায়ু ন্যায্যতা নিয়ে সচেতন করা, পরিবেশ রক্ষায় নেতৃত্বদানে উদ্বুদ্ধ করা এবং জলবায়ু কর্মকাণ্ডে সরাসরি যুক্ত করা।

দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের ইবরার হোসেন নিঝুম বলেন, “বরগুনা একটি উপকূলীয় জেলা হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এখানকার তরুণদের সচেতন ও সংগঠিত করা গেলে পরিবেশ রক্ষার আন্দোলন আরও শক্তিশালী হবে।”

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির খাইরুল ইসলাম মুন্না বলেন, “এই আয়োজনের মধ্য দিয়ে বরগুনার তরুণরা আর কেবল জলবায়ু সংকটের শিকার নয়, বরং পরিবর্তনের চালিকাশক্তি হয়ে উঠছে।”

Link copied!