• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বাস-অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৫:৫৭ পিএম
বাস-অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

আহতরা হলেন- রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান এবং কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আরাফা পরিবহনের বাসটি জব্দ করে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Link copied!